সেন্টমার্টিনের আকাশ মেঘাচ্ছন্ন

বঙ্গোপসাগরের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 01:23 PM
Updated : 15 Jan 2022, 01:27 PM

শনিবার সকাল ৯টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরুর পর তা বেলা ২টার দিকে থামলেও আকাশ এখনও মেঘাচ্ছন্ন।

তবে বৃষ্টির কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ টেকনাফের সুপারভাইজর জহির উদ্দিন ভুঁইয়া।

সেন্টমার্টিনের মোবাইল ফোন বিক্রেতা নুর আহমদ বলেন, ভোর থেকে সেন্টমার্টিনের চারদিকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। শনিবার কুয়াশাও পড়ে অনেক বেশি। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বীপে পর্যটকদের ঘোরাফেরা কম ছিল।