কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2022, 02:17 PM
Updated : 13 Jan 2022, 02:24 PM

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কান্দুঘর গ্রামের এই মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়।

নিহত আবদুর রহমান (৭০) ওই গ্রামের সায়েদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আবদুর রহমানের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশের জমির আইল মেরামত করতে যান। এ সময় প্রতিবেশী কামাল হোসেন ও তার ভাই মো. বাবুর সঙ্গে জমির সীমানা নিয়ে তাদের কথাকাটাকাটি হয়। খবর পেয়ে সেখানে যান আবদুর রহমান। এ সময় রডের আঘাতে মারা যান আবদুর রহমান।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ওপ্পেলা রাজু নাহা বলেন, “জমির আইল নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

ওসি বলেন, ঘটনার পর কামাল হোসেন ও তার স্বজনরা এলাকা থেকে পালিয়ে গেছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।