জামালপুরে গৃহবধূকে ‘নির্যাতন, বিষ দিয়ে হত্যা’

জামালপুর সদর উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2022, 11:41 AM
Updated : 12 Jan 2022, 11:41 AM

হাসপাতালে দুই দিন চিকিৎসার পর মঙ্গলবার রাতে শারমিন আক্তার (২২) নামে এই গৃহবধূ মারা যান বলে জামালপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান।

শারমিন সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি গ্রামের শামীম হোসেন বুদের মেয়ে এবং একই উপজেলার দামেশ্বর গ্রামের শাহীন মিয়ার (৩০) স্ত্রী।

শামীম হোসেন অভিযোগ করেন, মাস তিনেক আগে শাহীন দ্বিতীয় বিয়ে করার পর শারমিনের ওপর নির্যাতন শুরু করেন তার শ্বশুরবাড়ির লোকজন। রোববার রাতে শ্বশুরবাড়ির লোকজন শারমিনকে খাবারের সঙ্গে বিষ দেয়। পরে শ্বশুরবাড়ির লোকজনই তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে শারমিন মারা যান।

তিনি থানায় অভিযোগ দিয়েছেন। বুধবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি রেজাউল।