বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শিল্পকলা একাডেমির সামনে দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সোমবার সকালে উপজেলার হরিরামপুর গ্রামের উত্তরমাঠ থেকে তোফাজ্জেল হোসেন নামের ওই ব্যবসায়ীর লাশ তারা উদ্ধার করেন।
তোফাজ্জেলের বাড়ি ওই গ্রামে। তিনি এলাকায় ছাগলের ব্যবসা করতেন।
ওসি বলেন, “পূর্ব শত্রুতারকার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।”