সোনাগাজীতে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন

ফেনীর সোনাগাজীতে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 12:14 PM
Updated : 30 Nov 2021, 12:19 PM

জেলা প্রশাসকের নির্দেশে সোমবার রাতে সোনাগাজী পৌরসভার তেরিচাপুল এলাকায় মেলার স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পৌর শহরের ব্যবসায়ীরা জানান, গত দুই বছর মহামারীর কারণে দোকান ও শপিং মল বন্ধ থাকায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কথা চিন্তা না করে একটি মহল মেলার আয়োজন করে স্টল নির্মাণ, আলোকসজ্জা, গেট নির্মাণসহ প্রায় সব কাজ সম্পন্ন করে কাল বুধবার মেলা উদ্বোধনের জন্য দিনক্ষণ ঠিক করে। ব্যবসায়ীদের ক্ষতি করে পৌর শহরে মেলা হতে না দেওয়ার দাবিতে তারা স্মারকলিপি দেন।

লিখন বলেন, প্রশাসনের অনুমতি না নিয়েই কিছু লোকজন বাণিজ্য মেলার আয়োজন করে। করোনাভাইরাস পরিস্থিতিতে এবং উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এ ধরনের আয়োজন করার অনুমতি নেই।

“ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে মেলা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এম মাজেদ নামের মেলার আয়োজনকারী একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়।”