গাজীপুরে পোশাক কারখানা পুড়ছে আগুনে

গাজীপুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় আগুন লেগেছে; যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 08:41 AM
Updated : 30 Nov 2021, 08:41 AM

কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নিটওয়্যার নামে এই কারখানায় মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পান বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

তিনি এখনও আগুনের কারণ জানতে পারেননি। আগুন ভেতরে কতটা ছড়িয়েছে সে সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি।

কারখানাটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন বলে শ্রমিকরা জানিয়েছেন।

কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, “পাঁচতলা কারখানার নিচতলায় কাপড়ের গুদামে হঠাৎ আগুন লাগার খবর পাই আমরা। তখন শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, প্রথমে কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা নিয়ন্ত্রণহীন হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা দেখে জয়দেবপুর ও কালিয়াকৈর আরও চারটি ইউনিট এসে যোগ দেয়।

কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে তদন্ত করা হবে।

বেলা ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি বলে তিনি জানান।