জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয় দিন ক্লাস নেওয়ার দাবি

করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন চালু রাখার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 05:04 PM
Updated : 25 Nov 2021, 05:04 PM

একই সঙ্গে তারা শীতকালীন ছুটি বাতিলেরও দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, করোনাকালে অনলাইনে ক্লাস-পরীক্ষা চললেও ডিভাইস, ইন্টারনেট এবং অন্যান্য নানা সংকটে শিক্ষার্থীদের অনেকেই স্বাভাবিক শিক্ষাজীবন চালিয়ে যেতে পারেননি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, তৈরি হয়েছে সেশনজট। ভবিষ্যৎ চাকরিজীবন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা, যা শিক্ষার্থীদের মানসিকভাবেও ক্ষতিগস্ত করছে।

এভাবে শিক্ষা কার্যক্রম স্থবির থাকার প্রেক্ষিতে বিদ্যমান সেশনজট নিরসন ও করোনার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ছুটি বাতিল ও সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন শিক্ষা কার্যক্রমের বিকল্প নেই বলে বিবৃতিতে বলা হয়।