আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে লক্ষ্মীপুরে ৩ প্রার্থীর দণ্ড

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তিন প্রার্থীর ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 10:12 AM
Updated : 18 Nov 2021, 10:12 AM

তাদের মধ্যে দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী আর একজন সদস্য পদপ্রার্থী।

বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেওয়া হয় বলে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান জানান।

তিনি বলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রর্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করেন। এ কারণে তাদের ১০ হাজার টাকা করে ২০ হাজার জরিমানা করা হয়। তাছাড়া কাঞ্চনপুর ইউনিয়নে একজন সাধারণ সদস্য পদ প্রার্থীর ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আরও কিছু প্রার্থীকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে সতর্ক করা হয়।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আচরণবিধির ওপর নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।