স্বতন্ত্র প্রার্থীর সমান ভোট, জয়ী ঘোষণার দাবিতে আওয়ামী লীগ প্রার্থীর অনশন

বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ‘সমান সংখ্যক ভোট’ পাওয়ায় আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার দাবিতে অনশন হয়েছে।

বরগুনা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2021, 11:02 AM
Updated : 12 Nov 2021, 11:02 AM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাবে এ অনশন করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলাম নাসির।

এ কর্মসূচিতে তার সঙ্গে প্রায় পাঁচশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে বরগুনা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে দুই ঘণ্টা পর অনশন ভঙ্গ করেন নাসির।

বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলা এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল সমান সংখ্যক ৫ হাজার ৭০০ ভোট পান।

এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন পেয়েছেন ৫ হাজার ১০০ ভোট।

নাজমুল ইসলাম নাসির অভিযোগ করে বলেন, “নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রশাসনের লোকজনই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। নির্বাচন সংশ্লিষ্টরা আমার বৈধ ভোট ফেলে রেখেছিল। যা আমি পরবর্তীতে উদ্ধার করেছি।”