‘রশিতে পা পেঁচিয়ে’ বঙ্গোপসাগরে জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘রশিতে পেঁচিয়ে পানিতে ডুবে’ বরগুনার এক জেলের মৃত্যু হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2021, 08:26 AM
Updated : 7 Nov 2021, 08:26 AM

পাথরঘাটা থানার এসআই আবুজাফর জানান, রোববার সকালে তরা পরিমল মিত্র (৪০) নামে এই জেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

পরিমল পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা এলাকার নকুলচন্দ্র মিত্রের ছেলে।

বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী অন্য জেলেদের বরাতে বলেন, মঙ্গলবার দুপুরে মাছ শিকারের জন্য আহম্মেদ মিস্ত্রির মালিকানাধীন ট্রলারে সাগরে যান পরিমল মিত্র। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পাথরঘাটা এলাকায় দক্ষিণ বঙ্গোপসাগরে নোঙ্গর ফেলছিলেন পরিমল। পরে ট্রলারের অন্য জেলেরা তাকে দেখতে না পেয়ে নোঙ্গরের রশি টেনে তুললে রশির সঙ্গে পেঁচানো অবস্থায় মৃত পান তাকে তারা।

”ধারণা করা হচ্ছে নোঙ্গর ফেলার সময় রশিতে পা পেঁচিয়ে ডুবে যান তিনি।”

রাত ১১টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানান এসআই জাফর।