স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবকের কারাদণ্ড

ফেনীর দাগনভূঞায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিনমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2021, 10:49 AM
Updated : 11 Oct 2021, 10:49 AM

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন এ দণ্ড দেন।

দণ্ডিত কামরুল ইসলাম পামেল (২৪) দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের ফকিরের ছেলে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, পামেল দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করার পরও স্কুল যাতায়াতের পথে মেয়েটিকে নানা ভাবে উত্যক্ত করতো সে।

“এ ঘটনায় মেয়েটির মা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পামেলকে আটক করে পুলিশ।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজালা পারভীন বলেন, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পামেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করেন।

“ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠিয়েছে।”