চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে তিন বছর আগে গৃহবধূ ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 10:26 AM
Updated : 4 Oct 2021, 10:26 AM

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আয়েজ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আনোয়ার হোসেন (৩০) জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীবাড়ি সাহেব গ্রামের আব্দুল লতিফের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. নাজমুল আজম জানান, যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, আনোয়ার ২০১৮ সালের ৩০ জুলাই রাতে ধাইনগর ইউনিয়নের রানিবাড়ি সাহেব গ্রামে বন্ধুর বাড়ি ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে। 

এ ঘটনায় ৯ অগাস্ট ওই নারী বাদী হয়ে আনোয়ার, আব্দুল লতিফ, মো. বাবুল ও শফিকুল ইসলামকে আসামি করে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে আদালতের নির্দেশে মামলাটি অধিকতর তদন্তের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত শেষে শিবগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম ২০১৮ সালের ৩১ অক্টোবর আনোয়ারসহ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।