জাবির অর্ধশত কুকুর পেল জলাতঙ্কের টিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশত কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিয়েছে একটি পরিবেশবাদী সংগঠন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2021, 05:57 PM
Updated : 1 Oct 2021, 05:57 PM

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুকুরদের টিকা দেয় 'ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন' নামের সংগঠনটি।

তাদের এই আয়োজনে সহযোগিতা করে ‘এগ্রোভেট বায়ো সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠান।

ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০টি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্মনিয়ন্ত্রণের জন্য স্থায়ী বন্ধ্যাকরণও করা হয়েছে।

“এর মাধ্যমে ক্যাম্পাসের কুকুরগুলো যেমন নিরাপদ পরিবেশ পাবে তেমনি নিরাপদে থাকবে শিক্ষার্থীরা।"

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলে বলে তিনি জানান।

এ সময় ‘পেট কেয়ার বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক এম এইচ ইমরান, ‘এগ্রোভেট বায়ো সলিউশন’র পরামর্শক সিফাত আরা খানম, বাংলাদেশ ভেটেরিনারি অ্যান্ড পেট কেয়ার নেটওয়ার্ক-বিভিপিএন -এর পরামর্শক মোহায়মেনুল হক পাদ্ম ও ‘বাংলাদেশ ভেটেরিনারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিং ইনস্টিটিউট’র ট্রেইনিং অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক শেখ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের বিশ্ববিদ্যালয় টিমের সদ্যরা উপস্থিত ছিলেন।