নোয়াখালীতে আসামিবাহী মাইক্রোবাসের ‘সিলিন্ডার বিস্ফোরণ’, ২ পুলিশ আহত

নোয়াখালী কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে মাইক্রোবাসের ‘এয়ার সিলিন্ডার বিস্ফোরিত’ হয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 08:52 AM
Updated : 23 Sept 2021, 10:51 AM

জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জেলার বেগমঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় একটি ফিলিং স্টেশনের অগ্নিনির্বাপক দল আগুন নেভায়।

এতে দুই পুলিশ সদস্য আহত হলে তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর আসামিদের প্রাথমিকভাবে বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়।

পুলিশ সুপার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জেলা কারাগার থেকে চারজন আসামি নিয়ে চার পুলিশের একটি দল মাইক্রোবাসে করে লক্ষ্মীপুর যাচ্ছিল।

“পথে মাইক্রোবাসাটির এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় আগুনে পুলিশ সদস্য রাকেশ ও বেসান্তের শরীরের কিছু অংশ ঝলসে যায়।”

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, মাইক্রোবাসে থাকা চার আসামি ও অপর দুই পুলিশ সদস্য অক্ষত রয়েছেন।