বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ নিখোঁজ পাঁচ দিন
ভোলা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2021 05:47 PM BdST Updated: 10 Sep 2021 05:48 PM BdST
-
ফাইল ছবি
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির পাঁচ দিনেও আট জন নিখোঁজ হয়েছেন।
সোমবার সাগরের মহিপুরা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডুবে যাওয়া ট্রলার থেকে বেঁচে ফিরে আসা সিরাজ মাঝি।
নিখোঁজ আট জেলে হলেন নীরব, রুবেল, সিরাজ, ইউসুফ, শহীদ ঝিলাদার, রফিকুল ইসলাম, বজলুর রহমান ও দেলোয়ার চৌকিদার।
ট্রলারের মালিকসহ নিখোঁজ এই আট জেলের বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে বলে জানান সিরাজ।
সিরাজ মাঝি জানান, তারা ১১ জেলে ও মাঝিমাল্লা গত রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান। মাছ ধরার জাল অর্ধেক তোলার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি উল্টে যায়।
তিনি বলেন, এ সময় তারা সবাই ট্রলারের ভেতরে কেবিনে অবস্থান করছিলেন। তাদের মধ্যে তিন জন জীবিত বের হয়ে আসেন। তারা ট্রলারে থাকে জীবন রক্ষাকারী সরঞ্জামের সাহায্যে ভাসতে থাকেন। এক পর্যায়ে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে চরফ্যাশনের সামরাজ ঘাটে নামিয়ে দেয়।
বাকি আট জেলে কোথায় কীভাবে আছেন তা জানা যায়নি।
ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার জানান, ভেলুমিয়া ইউনিয়ন থেকে ১১ জন জেলে সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে। সেখান থেকে তিন জেলে জীবিত ফেরত আসেন। এখনও আটজন নিখোঁজ রয়েছেন।
ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, “আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।”
তিনি আরও জানান, ঝড়ের কবলে পড়া নিখোঁজ ও জীবিত ফিরে আশা জেলে পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মনির হোসেন জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে কোষ্ট গার্ড কাজ করছে।
-
বরিশালের ’২৩টি মৃতপ্রায়’ খাল উদ্ধারের দাবি
-
শরীয়তপুরে মালিক গ্রুপের যাত্রী হয়রানির অভিযোগ
-
কিশোরগঞ্জে ‘দলবদ্ধ ধর্ষণের শিকার’ গৃহবধূর মৃত্যু, আটক ৪
-
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
-
রাজবাড়ীতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
-
সুনামগঞ্জে ত্রাণ কেউ পাচ্ছে ‘বারবার’, কেউ ‘একবারও না’
-
আবার বিপৎসীমার ওপরে তিস্তা-ধরলা, বন্যার শঙ্কায় আতঙ্ক
-
মাগুরায় ‘১০০ ভরি’ সোনাসহ যুবক গ্রেপ্তার
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান