পদ্মায় মিলল ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

রাজবাড়ীর পদ্মা-যমুনা নদীর মোহনায় এক জে‌লের জা‌লে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। 

ফরিদপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2021, 05:18 PM
Updated : 29 August 2021, 05:55 PM

রোববার ভোরে জেলে বাবু সরদারের জা‌লে বিশাল আকৃ‌তির এ মাছ ধরা পড়ে। 

মাছটি রাজবাড়ী সদরের মাছ বাজারের ব্যবসায়ী কুটি মন্ডল ৮ হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকায় কেনেন বলে জানান বাবু সরদার।

জেলে বাবু সরদার বলেন, “আমি ভোর ৬টায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের থেকে একটু দূরে জাল উঠাতে যাই। তখন দেখি জাল অনেক ভারি, উঠাতে পারছি না। পরে আরও চার-পাঁচটা নৌকা ডেকে এনে ৩০-৪০ জন মিলে মাছটি নৌকায় উঠাই।

“আমাদের দাদন নেওয়া আড়ৎ মালিক রেজাউল ইসলামের কাছে নিয়ে যাই। পরে তিনি রাজবাড়ীতে মাছটি বিক্রি করেন।”

১৫ বছর আগে একবার এ মাছ একবার দেখেছিলেন বলেও জানান তিনি।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বাবু সরদার মাছটি বিক্রির জন্য আমার কাছে নিয়ে আসেন। আমি যোগাযোগ করে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী টুকু মন্ডলের কাছে মাছটি বিক্রি করি। 

সবাই মাছটি দেখার জন্য মাছ বাজারে ভীড় করেন।

জেলা মৎস্য কর্মকতা মো. রোকনুজ্জামান জানান, একটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে মাছগুলো কম পাওয়া যায়।

“এটি গভীর পানির মাছ, নদীতে পানি বৃদ্ধির কারণে হয়তো এসে পড়েছে।”

খেতে খুবই সুস্বাদু জানিয়ে তিনি আরও জানান, ইতিপূর্বে এ মাছ সম্পর্কে যে তথ্য পেয়েছি সেটি এত বড় আকৃতির নয়।