কুমিল্লায় বিপুল সংখ্যক ‘অবৈধ’ মোবাইল সেট জব্দ, গ্রেপ্তার ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতের তৈরি মোবাইল ফোন সেট উদ্ধার হয়েছে, যেগুলো ‘চোরাচালানে’ এসেছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2021, 01:22 PM
Updated : 25 August 2021, 01:22 PM

এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয় বলে চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন বড়ুরা উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের প্রয়াত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচরের আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।

এসআই মনির হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি  মাইক্রোবাস আটক করা হয়।

“পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় রেডমি কোম্পানির ২শ স্মার্ট ফোন ও ১৮০টি হ্যাডফোন উদ্ধার করা হয়। উদ্বার মোবাইল ফোনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির ভিতরে থাকা তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।”

আটক মোবাইল সেট ও অন্যান্য মালামালের মূল্য প্রায় ৪০ লাখ ৭৫ হাজার টাকা বলে তিনি জানান।

চোরাকারবারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন চোরাই পথে এনে দেশের বাজারে বিক্রি করছে।”

আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে বলে তিনি জানান।