কুষ্টিয়ায় পাওনা টাকার বিরোধে শ্রমিককে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2021, 10:11 AM
Updated : 24 August 2021, 10:59 AM

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ পরিদর্শক আননুর জায়েদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাঁঠালতলা এলাকার একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় সাগর হোসেন (২৫) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন তারা।

প্রতীকী ছবি

সাগর সদর উপজেলার উজানগ্রাম বারুইপাড়ার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে ছিলেন।

ফারুক বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে কাজকর্ম না থাকায় একই গ্রামের তোকামদ্দিনের ছেলে মিলনের কাছ থেকে কিছু টাকা ধার করেছিল সাগর। ওই টাকা পরিশোধ করতে না পারায় সাগরের সঙ্গে বেশ কিছুদিন ধরে মিলনের বিরোধ চলছিল।

“সোমবার রাত ৮টার দিকে রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিল সাগর। পথে মিলনসহ ৩/৪জন তার পথ আটকায় এবং ভ্যান থেকে নেমে হেঁটে বাড়ি যাওয়ার কথা বলে ভ্যানটি ছেড়ে দেয়। পরে রাতে আর বাড়ি ফেরেনি সাগর।”

পরিদর্শক আননুর বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সাগরের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাগরকে হত্যা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।