মাগুরায়, হবিগঞ্জে পানিতে ২ শিশুর মৃত্যু

মাগুরা আর হবিগঞ্জে পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে; তাছাড়া আরও একজন পুকুরে ডুবে অসুস্থ হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2021, 12:04 PM
Updated : 21 August 2021, 12:04 PM

হবিগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের আহছানিয়া মিশন এলাকার সায়নী (১১) ও সৃষ্টি (১১) নামে দুই শিশু বাসার পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সায়নীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সৃষ্টিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

প্রায় একই সময় মাগুরায় মারা গেছে তামিম নামে সাড়ে তিন বছরের এক শিশু।

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী জানান, চৌবাড়িয়া গ্রামের শরিফুল মোল্লার শিশুছেলে তামিম দুপুরে বাড়ির পাশে খালপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন।