মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের করোনা হেল্প সেন্টারে হামলা

নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের করোনা হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে হামলা হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2021, 12:12 PM
Updated : 18 August 2021, 12:12 PM

বুধবার দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠান চলাকালে এই হামলায় সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।

হামলাকারীরা ছাত্রলীগের কর্মী বলে স্বেচ্ছাসেবক দলের নেতারা দাবি করছেন।

তবে পুলিশ ঘটনা শুনলেও আনুষ্ঠঅনিক কোনো অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের উপস্থিতিতে কোভিড-১৯ রোগীদের জন্য হেল্প সেন্টার উদ্বোধনে ওই অনুষ্ঠান চলছিল।

স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বলেন, ছাত্রলীগ নেতারা লোহার রড, বাঁশ নিয়ে এসে সেখানে হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দলের ১৫/১৬ নেতাকর্মী আহত হয়।

ছবি তুলতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেয়। এসময় চ্যানেল আইর জেলা প্রতিনিধি সুমন রায়, যমুনা টিভির ক্যামেরাপার্সন ইসমাইল মিয়াকে মারধরও করে। তারা নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামলার বিষয়ে ছাত্রলীগ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মনোহরদী থানার ওসি আনিচুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবক দলের আয়োজন সম্পর্কে পুলিশ অবগত ছিল না। তবে অতর্কিত হামলায় দুজন সাংবাদিক আহতের ঘটনা শুনেছি।”

“এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। ঘটনার সম্পর্কে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,” বলেন তিনি।