কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেপ্তার

কুমিল্লায় পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 09:03 AM
Updated : 9 August 2021, 09:03 AM

জেলার মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে সাগর নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেন তারা।

সাগর তিতাস উপজেলার শাহপুর গ্রামের হাবুল মিয়ার ছেলে।

তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারের পল্লী চিকিৎসক শাসছুল হুদা অভিযোগ করেছেন, রোববার বিকাল ৪টার দিকে  সাগর তার চেম্বারে গিয়ে পিস্তল ঠেকিয়ে ৩৯ হাজার টাকা নিয়ে গেছেন। এবং আরও দুই লাখ টাকা পাঠানোর জন্য হুমকি দিয়েছেন।

পরে এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।

তিতাস থানার ওসি সুধীনচন্দ্র দাস বলেন, “সাগর আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।”

পুলিশ কর্মকর্তা আবিদুর রহমান বলেন, পল্লী চিকিৎসক মামলা করার পর রাতভর অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে।