নারায়ণগঞ্জে ‘তুচ্ছ ঘটনায়’ গৃহবধূকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে’ এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 11:27 AM
Updated : 5 August 2021, 11:27 AM

বৃহস্পতিবার সকালে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভিটিকলাগাছিয়া এলাকায় এ হামলায় আহত হয়েছেন নিহতের স্বামী।

নিহত হালিমা বেগম আড়াইহাজার উপজেলার ভিটিকলাগাছিয়া এলাকার আব্দুল করিম ভূইয়া স্ত্রী।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, দুপুরে হালিমা বেগম মারা গেছেন।

“এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে।”

পুলিশ ও নিহতের স্বজনরা জানান,  বৃহস্পতিবার সকালে আব্দুল করিম ভূইয়া ও হালিমা বেগম তাদের রান্নাঘরের বেড়া সংস্কার করছিলেন।

এ সময় পাশের সীমানার নিহতের মেয়ে তানিয়া আক্তারের ‘দেবর ইমান আলী বাধা দেয়’। এ নিয়ে তাদের মধ্যে কথা কাঁটাকাটির এক পর্যায়ে ‘ইমান আলী ঘর থেকে ধারালো অস্ত্র এনে আব্দুল করিম ও তার স্ত্রী হালিমা বেগমকে কুপিয়ে আহত করে’।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হালিমা বেগম মারা যান বলেন তারা।

তবে এ বিষয়ে ইমান আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।