সুন্দরবনে ‘বিষ’ দিয়ে চিংড়ি শিকার, আটক ২

সুন্দরবনের খালে ‘বিষ’ দিয়ে শিকার করা ১৫০ কেজি চিংড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 01:02 PM
Updated : 26 July 2021, 01:02 PM

সোমবার সকালে কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের জিয়াদের মোড় থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে খালিদ হোসেন ও নজরুল ঢালীর ছেলে পলাশ ঢালী।

কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরা চলছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ১০টার দিকে ৩ নম্বর কয়রা গ্রামের জিয়াদের মোড় থেকে খালিদ হোসেন ও পলাশ ঢালীকে আটক করা হয়।

“এ সময় পাঁচটি ড্রাম ভরতি প্রায় ১৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে, যেগুলো বিষ দিয়ে ধরা হয়।”

ওসি রবিউল হোসেন আরও জানান, তারা এ চিংড়িগুলো উপজেলা সদরের আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।