রংপুর বিভাগে কোভিডে আরও ১০ প্রাণহানি

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১০ জন মারা গেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 11:47 AM
Updated : 23 July 2021, 11:47 AM

শুক্রবার বিকালে রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১০ জন মারা গেছে। পাশাপাশি বিভাগে ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে।

সেই হিসাবে শনাক্তের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ।

মৃতদের মধ্যে দিনাজপুরের চার জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, রংপুরের দুই জন এবং পঞ্চগড়ের এক জন রয়েছেন।

শনাক্তদের মধ্যে দিনাজপুরের ৪৯ জন, রংপুরের ৪৭ জন, নীলফামারীর ৩৬ জন, পঞ্চগড়ের ২২ জন, ঠাকুরগাঁওয়ের ১৮ জন, গাইবান্ধার ১৪ জনসহ কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৮ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, রংপুর বিভাগে এ যাবত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭। এর মধ্যে দিনাজপুরে ২৫২ জন, রংপুরে ১৬৮, ঠাকুরগাঁওয়ে ১৫৪, নীলফামারীতে ৫৯, লালমনিরহাটে ৪৭, পঞ্চগড়ে ৪৭, কুড়িগ্রামে ৪২ ও গাইবান্ধায় ৩৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৮ জন।