বাগেরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের ছয় যাত্রীর প্রাণ গেছে।

বাগেরহারট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 05:27 AM
Updated : 23 July 2021, 10:15 AM

শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান জানান।

ব্যাটারিচালিত ইজিবাইকটি যাত্রী নিয়ে নোয়াপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। আর পিকআপটি গোপালগঞ্জ থেকে যাচ্ছিল খুলনার দিকে। বৈলতলী এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ওই ইজিবাইকে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ছয়জন ঘটনাস্থলেই মারা যান।

আরেকজনকে আহত অবস্থায় প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মধ্যে চারজনের পরিচয় মিলেছে।

তারা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা গ্রামের উৎপল রাহা (৪১), নয়ন দত্ত (২৫), রামপাল উপজেলার চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫০) ও বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের নজরুল ইসলাস শেখ (৫০)।

তাদের মধ্যে উৎপল রাহা ও নয়ন দত্ত পান বিক্রেতা। অন্যরা দিনমজুর।

তারা কয়েকজন নওয়াপাড়া থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন এবং কয়েকজন ফকিরহাটে কাজে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর পুলিশ চালক ওসমান গনিসহ পিকআপটি আটক করেছে বলে জানিয়েছেন ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম।