আখাউড়ায় ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা সবাইকে ঈদের খাবার

জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা সবাইকে ঈদ উপলক্ষে উন্নতমানের খাবার দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2021, 09:36 AM
Updated : 21 July 2021, 09:36 AM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে থাকা চার শতাধিক নারী-পুরুষকে ঈদ শুভেচ্ছা হিসেবে এসব খাবার দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন খাবার দেওয়ার সময়।

পঙ্কজ বড়ুয়া বলেন, ভারত থেকে আসা সব যাত্রীকে ১৪দিনের  কোয়ারেন্টিনে রাখা হয়। তারা যাতে পবিত্র এই দিনে পরিবারের অভাব অনুভব না করেন সেজন্য সামাজিকতার অংশ হিসেবে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের সঙ্গে দেখা করে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া হয়েছে। খাবারের মধ্যে রয়েছে পোলাও, মুরগির রোস্ট, খাসির মাংসের রেজালা, পায়েস ইত্যাদি।