মুন্সীগঞ্জে বালুর জাহাজের ধাক্কায় গরু ভরতি ট্রলারডুবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বালুর জাহাজের ধাক্কায় ৩১টি গরু ভরতি একটি ট্রলার ডুবে গেছে। ২৪টি গরু জীবিত উদ্ধার করা হলেও ছয়টি নিখোঁজ রয়েছে। একটির মৃতদেহ পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 03:34 PM
Updated : 16 July 2021, 03:34 PM

এই দুর্ঘটনায় তিন জন গরু ব্যাপারী সামান্য আহত হয়েছেন; তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ডহরী খালের মুখে শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানিয়েছেন।

ওসি আলমগীর জানান,  সিরাজগঞ্জ থেকে গরুগুলো নারায়ণগঞ্জ হাটে নেওয়া হচ্ছিল। দুপুরে পদ্মা নদীর সংযোগ স্থলে ডহরী খালের মুখে একটি বালবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।

“দুর্ঘটনাস্থলে অথৈ পানি আর প্রবল স্রোতের কারণে ট্রলারটি শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজ ছয়টি গরু ট্রলারের সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে।”

পুলিশ বালুর জাহাজ এবং জাহাজটির তিন স্টাফকে আটক করেছে বলে ওসি জানান।