নবাবগঞ্জের সেই হারুনকে ঘর দেওয়ার আশ্বাস

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতির নদীর তীরে ছোট্ট ছাপড়ায় ১৫ বছর ধরে বাস করা সেই হারুনকে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2021, 06:46 PM
Updated : 12 July 2021, 06:47 PM

সোমবার দুপুরে বাহ্রা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আগলা সেতুর পাশে হারুনের ছাপড়া ঘরটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দিন মনজু।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে খাদ্য সামগ্রী দেন তিনি।

মো. হারুন (৪৬) এবং স্ত্রী আছমা খাতুন (৪৩) দম্পতির সম্পা (১২) নামে একটি মেয়ে রয়েছে। ‘মানসিক প্রতিবন্ধী’ পরিচিত হারুন ভিক্ষা করে সংসার চালান।

গত ৬ই জুলাই তাকে নিয়ে প্রকাশিত খবর উপজেলা প্রশাসনের নজরে আসায় ইউএনও পরিদর্শনে আসেন।

তিনি বলেন, এর আগে এ ইউনিয়নের চেয়ারম্যান তার জন্য ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পে একটি ঘরের ব্যবস্থা করেছিলেন। কিন্তু জমি না থাকায় তাকে ঘরটি সে সময় দেওয়া সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর তাকে উপহার দিতে চাই। এজন্য এই প্রকল্পের উপজেলা কমিটির মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।” 

এছাড়া ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার এবং শিশুটির পড়ালেখার ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।