ঢাবি ছাত্রের ব্রহ্মপুত্র নদে ডুবে মৃত্যু

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 05:07 PM
Updated : 1 July 2021, 05:07 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর পৌরসভার পাইলিং ঘাটে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাসানুল ইসলাম সিয়াম (২৩) ইসলামপুর পৌরসভার কিংজাল্লা গ্রামের উমর আলীর ছেলে। তিনি ঢাবির মনোবিজ্ঞান বিভাগের অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ইসলামপুর থানার ওসি মাজেদুল ইসলাম জানান, বিকালে সিয়াম বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন।

শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। এ সময় লিমন এবং জিহান নামে তার দুই বন্ধু সঙ্গে ছিলেন। গোসল করার এক পর্যায়ে হঠাৎ সিয়ামকে খুঁজে পাচ্ছিলেন না তার বন্ধুরা।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ৩ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টা ২০ মিনিটে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।