লকডাউনে ফাঁকা শিমুলিয়া ফেরিঘাট

কঠোরতার হুঁশিয়ারির মধ্যে লকডাউনে ফাঁকা হয়ে গেছে শিমুলিয়া ফেরিঘাট। কোনো যাত্রী নেই। পার হচ্ছে শুধু পণ্যবাহী ট্রাক আর জরুরি পরিষেবার গাড়ি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 06:06 AM
Updated : 1 July 2021, 06:06 AM

বৃহস্পতিবার সকাল থেকে পদ্মাপারের এই ফেরিঘাট একেবারেই কোলাহলমুক্ত। বন্ধ রয়েছে সব দোকানপাটও। সীমিত পরিসরে লকডাউনে গতকাল পর্যন্ত ঘাটে ছিল উদ্বেগ জাগানো জনস্রোত।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম আহাম্মদ আলী বলেন, এখন ঘাটে শুধু পণ্যবাহী ট্রাক আছে পার হওয়ার অপেক্ষায়। সেগুলোই পার করা হচ্ছে। তাছাড়া জরুরি পরিষেবার আওতায় ছোট কিছু গাড়িও পার করা হচ্ছে। এখন ১৫টি ফেরি চালু আছে। আটকা পড়া গাড়িগুলো পার করার পর ফেরি চলাচল সীমিত করা হবে।
সীমিত করা হলেও  অক্সিজেন সিলিন্ডারসহ জরুরি পণ্য পারাপারে সরকারি নির্দেশনা ঠিকমতো বাস্তবায়ন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুল।