বগুড়ায় কোভিডে সাতজনের মৃত্যু

বগুড়ায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত সাতজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 01:16 PM
Updated : 29 June 2021, 01:16 PM

মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এদের মধ্যে বগুড়ার তিনজন এবং বাকি চারজন অন্য জেলার বাসিন্দা।

প্রয়াতরা হলেন, বগুড়া সদরের আবু হোসেন (৬৯), লাকি ইসলাম (৬৫), ফরিদা আকতার (৪৬), পাবনা জেলার শিউলী খাতুন,(৩৬), নওগাঁর সেলিম উদ্দিন (৭০), রংপুরের মমতাজ বেগম (৭০) এবং জয়পুরহাট জেলার রানু খাতুন (৪০)।

এদের মধ্যে আবু হোসেন, লাকি ও ফরিদা মোহাম্মদ আলী হাসপাতালে, শিউলী, সেলিম ও মমতাজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং রানু টিএমএসএস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. তুহিন জানান, সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৯১ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীক্ষায় ৮৩ নমুনায় ৩৯ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১ নমুনায় ১৪ জন ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১৩ হাজার ৭১২ জন এবং তার মধ্যে ১২ হাজার ৫৫১ জন সুস্থ হয়েছেন।

এছাড়া জেলায় মোট মৃত্যু ৩৮৬ জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭৫ জন।