পাবনায় মোটরসাইকেল উদ্ধার, ‘চোর চক্রের দুজন’ আটক

পাবনায় ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 11:46 AM
Updated : 29 June 2021, 11:46 AM

মঙ্গলবার দুপুরে পাবনার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসপি মহিবুল ইসলাম খান জানান, এ ঘটনায় জড়িত মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা মনিরুল ইসলাম (২৫) পাবনার সুজানগর উপজেলার বনখোলা দাসপাড়া গ্রামের মোয়াজ্জিম খাঁর ছেলে এবং সাদ্দাম হোসেন রুবেল (৩০) পাবনা সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

পুলিশ সুপার বলেন, সম্প্রতি বেড়া থানার মৈত্রবাধা এলাকার বাসিন্দা ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বেড়া মডেল থানায় একটি চুরির মামলা করা হয়।

এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৬ জুন অভিযান চালিয়ে সুজানগরের দাসপাড়া থেকে প্রথমে মনিরুল ইসলামকে আটক করে তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেলকে আটক করা হয়।

রুবেলের দেওয়া তথ্যে পাবনা সদর, বেড়া এবং সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

রুবেলের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা রয়েছে বলেন তিনি।