কিশোরগঞ্জে ‘সম্ভাব্য ইউপি নির্বাচন ঘিরে’ সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জে এক ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 03:50 PM
Updated : 7 June 2021, 03:50 PM

সোমবার বিকেলে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং সাবেক চেয়ারম্যান মিজবাহ উদ্দিন খান শাফির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

নিহত মজিবুর রহমান (৬০) উপজেলার বাহেরনগর গ্রামের বাসিন্দা।

বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

স্থানীয়রা জানায়, গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন গোলাম কিবরিয়া। ওই নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান মিজবাহউদ্দিন। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এবং মাঝে-মধ্যেই সংঘর্ষ বাধত।

আবার ইউপি নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দুপক্ষ প্রচার শুরু করে। গত রোববার মিজবাহউদ্দিনের পক্ষের লোকজন স্থানীয় বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।  সেই অনুষ্ঠান শেষে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ওই ঘটনার জেরে সোমবার দুপুরে আবার সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ‘বল্লমের আঘাতে মজিবুর ঘটনাস্থলে মারা যান’ বলছে স্থানীয়রা। 

এছাড়া সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি এবং কেউ আটক হয়নি বলে জানান বাজিতপুর থানার ওসি।