সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দুই পক্ষ একই সময় সমাবেশ ডাকায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2021, 07:08 AM
Updated : 30 May 2021, 07:08 AM

রোববার সকাল ৬টা থেকে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে সাদুল্লাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ জানান।

শনিবার রাতে এ আদেশ জারি করা হয়। সকালে শহরের বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউএনও বলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব রোববার সকাল ১০টায় সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে উপজেলা কমিটির সভা আহ্বান করেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার একই সময়ে উপজেলা দলীয় কার্যালয়ে দলের এক জরুরি সভা আহ্বান করেন। দুই পক্ষই এ নিয়ে প্রচার-প্রচারণাও চালায়।

এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগনের জীবনযাত্রা ঝুঁকির সম্মুখীন হওয়ার আশঙ্কায় স্থানে ও তার প্শর্বর্তী এলাকায় (৩০০ গজের মধ্যে) সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান নবীনেওয়াজ।