হবিগঞ্জে ‘আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত অর্ধশত’

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক গ্রামে ‘আধিপত্য বিস্তারের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত’ হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2021, 01:17 PM
Updated : 29 May 2021, 01:17 PM

ঘটনার পর ছয়জনকে আটকের পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন।

তিনি বলেন, উপজেলার কাগাউড়া গ্রামের টেনু মিয়ার ছেলে রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আতাউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। কাগাউড়া বাজারে শুক্রবার বিকালে এক ব্যক্তিকে গালাগালের জেরে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে স্থানীয়রা মিটিয়ে দেন।

শনিবার দুপুরে তারা আবার দ্বন্দ্বে জড়ান।

ওসি বলেন, উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের মধ্যে কাশেম মিয়া, ওয়সিম মিয়া, ওয়াহিদ মিয়া, মুহাব্বত আলী, ইন্তাজ আলী, রাহেল মিয়া, সাজুক মিয়া, জাকির হোসেন, লিলু মিয়া, মতিউর রহমান, জামিরুল ইসলাম, মিন্টু মিয়া, রুবেল মিয়া, রহিম মিয়া, নাছিমা আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। তাছাড়া ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।