শেরপুরে বন্যহাতির আক্রমণে পাহাড়ি নিহত

শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক পাহাড়ি নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 09:13 AM
Updated : 28 May 2021, 09:13 AM

উপজেলার পানিহাতা মিশন এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান।

নিহত অপু মারাক (৪৮) পানিহাতা গ্রামের সুখেন ঘাঘরার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, গত কয়েকদিন ধরে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে খাদ্যের সন্ধানে নেমে আসা ২০/২৫টি বন্যহাতির দল নালিতাবাড়ীর সীমান্তবর্তী লোকালয়ে হানা দিচ্ছে।

হাতির দল ওই এলাকার গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করছে। হানা দিচ্ছে বাড়িঘরে, কৃষকের গোলায়। স্থানীয় অধিবাসীরা বন্যহাতি তাড়াতে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

“বৃহস্পতিবার রাতে বন্যহাতির দল তাড়াতে যান গারো অধিবাসী অপু মারাক। এ সময় বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।”

পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান বাদল।