চুয়াডাঙ্গায় কোয়ারেন্টিনে ক্যান্সার রোগীর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এক নারী কোয়ারান্টিনে মারা গেছেন, যিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসক।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 02:12 PM
Updated : 20 May 2021, 02:12 PM

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান বলে মেডিকেল অফিসার ফাতেহ আকরাম জানান।

মৃত রোকেয়া বেগম (৪৫) এই হাসপাতালে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফাতেহ আকরাম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব মুরাদপুর গ্রামের মোহা. শহিদুল্লাহর স্ত্রী রোকেয়া বেগম গত মঙ্গলবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পথে ভারত থেকে আসেন।

“বাংলাদেশে প্রবেশের পর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তবে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।”

আকরাম জানান, রোকেয়া বেগম অসুস্থ থাকায় তাকে হাসপাতালেই কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলকাতা থেকে বাংলাদেশ দূতাবাসের এনওসি নিয়ে যেসব পাসপোর্টধারী বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে চুয়াডাঙ্গা জেলায় আসছেন তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।