সুনামগঞ্জের শাল্লায় হামলা: গ্রেপ্তার আরও ৬ আসামি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের মামলায় আরও ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 10:08 AM
Updated : 20 May 2021, 10:08 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, বৃহস্পতিবার ভোরে বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার হল।

ফেইসবুকে নোয়াগাঁও গ্রামের এক হিন্দু তরুণের লেখাকে ধর্মীয় উসকানি আখ্যায়িত করে গত ১৭ মার্চ হামলা চালায় এলাকাবাসী। এ ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে।

ওসি ইকবাল বলেন, বৃহস্পতিবার ছয়জনকে গ্রামবাসীর দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এখলাছুর রহমান রিপন নামে একজন  নোয়াগাঁওয়ে হামলায় নেতৃত্ব দেন। হামলার একদিন আগে থেকেই রিপন সক্রিয় ছিলেন।

আসামিদের দুপুরে আদালতের আদেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইকবাল।

আরও পড়ুন: