কেরাণীগঞ্জে ঘর থেকে নারীর পচা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তালাবন্ধ এক কক্ষ থেকে এক নারীর পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 06:49 PM
Updated : 18 May 2021, 06:49 PM

মঙ্গলবার রাতে নিহতের ভাই মানিক বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছেন বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই হাবিবুর রহমান জানান।

আগের রাতে উপজেলার মডেল থানার বন্দ নজরগঞ্জ এলাকার একটি বাড়ির ষষ্ঠ তলার এক কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শিউলি (৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাছিরের স্ত্রী। রাজধানীর রামপুরায় স্বামী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

এসআই হাবিবুর জানান, সোমবার রাতে বাড়ির লোকজন ওই তালাবন্ধ কক্ষ থেকে অনেক দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে থানা পুলিশে খবর দেয়। পুলিশ তালা কেটে ভিতরে প্রবেশ করে ওই নারীর গলায় গামছা পেচানো মরদেহ পড়ে থাকতে দেখে।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

লাশটিতে পচন ধরেছে জানিয়ে হাবিবুর বলেন, ৩ থেকে ৪ দিন আগে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে তালাবন্ধ করে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী ও ভাই থানায় এসেছে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, যে কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে সেখানে একাধিক ব্যক্তি থাকত।

এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে ও আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।