মধ্যরাতের পর নদীতে নামছেন জেলেরা

ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞায় দুই মাস শেষে মধ্যরাতের পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নামছেন জেলেরা।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 07:02 PM
Updated : 29 April 2021, 07:18 PM

বৃহস্পতিবার রাত ১২টায় ৬০ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় বলে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের আভয়শ্রম হওয়ায় গত ১ মার্চ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শেষ হয় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায়।

দুই মাসের নিষেধাজ্ঞা সফল হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, “জেলেরা নদীতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করতে পারবেন।”