বাগেরহাটে ‘তুচ্ছ ঘটনায় ছেলের কোপে মা খুন’

বাগেরহাটে পারিবারিক তুচ্ছ কলহের জেরে ছেলের বিরুদ্ধে ৬০ বছর বয়সী মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 01:15 PM
Updated : 27 April 2021, 01:15 PM

মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোংলা পৌরসভার বটতলা এলাকায় এ হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

নিহত শৈবালী রায় (৬০) মোংলা পৌরসভার বটতলা এলাকার ক্ষিতিশ রায়ের স্ত্রী।

আটকরা হলেন, নিহতের ছেলে সুব্রত রায় (৪০) এবং তার স্ত্রী সুচিত্রা বিশ্বাস (২২)। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয়দের বরাতে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে সুব্রত রায় সুচিত্রা বিশ্বাসের বিয়ে হয়।

বিয়ের পর থেকে সুচিত্রার সাথে তার শাশুড়ির ঝগড়া লেগেই থাকে। প্রায়ই বউ- শাশুড়ির এ বিবাদ চলত।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে গরুর গোবর দিয়ে লাকড়ি (জ্বালানি) বানানোকে কেন্দ্র করে শাশুড়ির সাথে পুত্রবধূ সুচিত্রার কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সুব্রত স্ত্রীর পক্ষ নিয়ে তার মাকে কোদাল দিয়ে এলোপাথাড়ি কোপ দেন। এতে শৈবালী ঘটনাস্থলেই মারা যান বলেন তিনি।

স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শৈবালীর মৃত্য হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

পরে পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে সুব্রত ও তার স্ত্রী সুচিত্রাকে আটক করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।