নারায়ণগেঞ্জ আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

নারায়ণগঞ্জ শহরে রিকশার গ্যারেজ, কাগজের গুদামসহ অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2021, 06:08 AM
Updated : 23 March 2021, 06:08 AM

শহরের চাঁদমারী এলাকায় সোমবার রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানিয়েছেন।

তিনি বরেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে।

তবে তিনি অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি।

এলাকাবাসী জানান, চাঁদমারী এলাকায় জেলা মাইক্রোবাস-ট্যাক্সিস্ট্যান্ডের পাশের একটি কাগজের গুদাম থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে কাগজের গুদামের সব মালপত্র পুড়ে যায়। আগুনের শিখা ৩০-৪০ ফুট ওপরে উঠে যায়। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

আগুনে বাবুল মিয়া নামে এক ব্যক্তির টিনের রিকশা গ্যারেজ, কাগজের গুদাম, হোঁসিয়ারি কারখানা, চা দোকানসহ বিভিন্ন দোকানপাট পুড়ে গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, “মাইক্রোবাস-ট্যাক্সিস্ট্যান্ডের পাশেই আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হত। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।