চিকিৎসা ব্যয় সংকট: কিছুদিন বাঁচার আকুতি যুদ্ধাহত এক বীরের

শেরপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল ওয়াদুদ অদু গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2021, 06:10 PM
Updated : 20 March 2021, 06:10 PM

তবে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার চিকিৎসা ব্যয় মেটানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

লিভার, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগা ৭২ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা শেরপুর শহরের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

গত ১৭ মার্চ তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থ আব্দুল ওয়াদুদ অদু ল্যাব এইড হাসাপাতালের বিছানায় শুয়ে কান্না জড়িত কণ্ঠে শনিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, “আমি আরও কিছুদিন বেঁচে থাকতে চাই। বেঁচে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এ মুহূর্তে খুবই প্রয়োজন।”

তার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

অসুস্থ মুক্তিযোদ্ধা অদুর ছেলে ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস জানান, তার বাবা ল্যাব এইড হাসপাতালের পঞ্চম তলার ৫৫৫ নম্বর কেবিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান প্রফেসর ডা. মামুন আল মাহতাবের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।