কাদের মির্জার বিরুদ্ধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2021 10:56 AM BdST Updated: 09 Mar 2021 11:28 AM BdST
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ উঠেছে।
খিজির হায়াত বলেন, সোমবার বিকাল ৫টার দিকে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছিলেন।
“সে সময় হঠাৎ করেই কাদের মির্জা ও তার ছোট ভাই শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন এসে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে আমার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন কাদের মির্জা। আমাকে বসুরহাট বাজারে আসতে নিষেধ করেন মির্জা।”
তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
পাল্টা অভিযোগের তিনি বলেছেন, “খিজির হায়াত খানের লোকজন বসুরহাট বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। তারা মুজিব শতবর্ষ উদযাপন মঞ্চ ভাঙচুর করে। একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে আমি উত্তেজিত জনতার হাত থেকে খিজির হায়াত খানকে রক্ষা করেছি।”
খিজির হায়াত ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি থানায় মৌখিকভাবে মারধরের অভিযোগ দিয়েছেন বলে জানান। তবে পুলিশ বলেছে, তেমন কোনো অভিযোগ তারা পায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, “এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বসুরহাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
-
‘ঝড়োত ঘর ভাংগি পরি গেইছে, ভালো করিম তারও টাকা নাই’
-
মাদানী আরও এক দিনের রিমান্ডে
-
ভোলায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালের মেঝেতে রোগী
-
টাঙ্গাইলে মসজিদ নির্মাণের দ্বন্দ্বে হামলায় শিক্ষক নিহত
-
গাজীপুরে আরেক মামলায় রিমান্ডে মাদানী
-
পঞ্চগড়ে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
-
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
-
নওগাঁয় ধানকাটা নিয়ে দুদল আদিবাসীর সংঘর্ষে নিহত ১
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল