জীবননগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শাহাজাহান কবীর।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 07:16 AM
Updated : 14 Feb 2021, 07:31 AM

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

শাহাজাহান কবীর বলেন, “অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটগ্রহণে কারচুপি হচ্ছে। এজন্য আমি ভোট বর্জনের ঘোষণা দিলাম।”

চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভায় রোববার সকাল থেকে ভোগ গ্রহণ শুরু হয়।

জীবননগর পৌরসভায় মোট ১০টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ২০ হাজার ৮২৭। আলমডাঙ্গা পৌরসভায় ইভিএম এবং জীবননগরে ব্যালটে ভোটগ্রহণ চলছে।

জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, বেলা ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে।

আলমডাঙ্গা পৌরসভায় মেয়র পদে তিনজন এবং জীবননগর পৌরসভায় মেয়র পদে তিনজন প্রার্থী আছেন।

আলমডাঙ্গায় আওয়ামী লীগ, বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জীবননগরে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের একজন করে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কররছেন।

এখানে মোট ভোটার ২৬ হাজার ১৩৯ জন; মোট কেন্দ্র ১৫টি। জীবননগরে ভোটার ২০ হাজার ৮২৭; মোট কেন্দ্র ১০টি।