ফরিদগঞ্জে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী ইমাম হোসেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 06:08 AM
Updated : 14 Feb 2021, 06:08 AM

রোববার সকাল ১০টায় ফরিদগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

বিএনপি প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ তার নেতাকর্মীর উপর হামলা করেছে; তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।

তাকে দেওয়া প্রশাসনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস পালিত হয়নি বলে তিনি অভিযোগ করেন।

“নির্বাচনী এলাকায় অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে, কিন্তু সেটি আমাদের ভোটারদের নিরাপত্তার জন্য নয় তা দেওয়া হয়েছে ভোট কাটার জন্য,” তার অভিযোগ।

তিনি বলেন, “আমি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানাই; আমি এই নির্বাচন বর্জন করলাম।”

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ পৌর নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা শিউলি হরি বলেন, “আমরা কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।”