‘শত্রুতার জেরে ৬০০’ আমগাছ কেটে ফেলা হল নওগাঁয়

নওগাঁর বদলগাছী উপজেলায় ‘শত্রুতার জেরে ৬০০’ আমগাছ কেটে ফেলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2021, 06:25 PM
Updated : 6 Feb 2021, 06:25 PM

বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এই শত্রুতার অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাগানের মালিক উপজেলার গয়েশপুর গ্রামের মির্জা ইউসুব আলী বিপ্লব, মাহবুব আলম চৌধুরী বাবু, হাটশাপিলা গ্রামের এলভি চৌধুরী ও মেহেদী চৌধুরী।

বিপ্লব বলেন, এক বছর আগে তারা চার বন্ধু এক জায়গায় জমি বন্ধক নিয়ে এই আমবাগান তৈরি করেন। এবার অধিকাংশ গাছে মকুল এসেছে।

“শুক্রবার রাতে চার বিঘা জমির বাগানের ৬০০ আমগাছ কেটে ফেলা হয়েছে। আমাদের স্বপ্ন চুরামার করে দিল। আমাদের কোনো চেনাজানা শত্রু নেই। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তবু কোন শত্রুতায় কারা এটা করল জানি না।”

এতে তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগানের অপর মালিক মাহবুব আলম চৌধুরী বাবু।

এ বিষয়ে তারা বদলগাছী থানায় অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।