জয়পুরহাটে কারিগরীর কোর্সে নার্সিং-এর সমমানের সনদের প্রতিবাদ

কারিগরী শিক্ষা বোর্ড থেকে পাশ করাদের নার্সিং ইনস্টিটিউটের সনদপ্রাপ্তদের সমমানের নার্সের সনদ প্রদানের প্রতিবাদ হয়েছে জয়পুরহাটে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2021, 09:30 AM
Updated : 6 Feb 2021, 09:30 AM

শনিবার দুপুরে জেলার বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের উদ্যোগে জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন  হয়েছে।

প্রতিবাদকারীরা বলছেন, রাষ্ট্রীয় আইনে এইচএসসি পাশের পর নার্সিং ইনস্টিটিউট থেকে কোর্স সম্পন্ন করে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের পেশাদার নার্স বলা হয়। তবে সম্প্রতি এসএসসি পাশের পর কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদী কোর্স করে শিক্ষার্থীদেরও একই সুযোগ দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা এসএসসি পাশ করা ছয় মাস মেয়াদী কারিগরী কোর্স সম্পন্নকারীদের সমমানের নার্স স্বীকৃতি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মানববন্ধনের সমাবেশে আয়োজক সংগঠনের জেলা শাখার সভাপতি ঐশী ইসলাম, ছাত্রনেতা নাজির হোসেন, মোহনা আাখতার, তানিয়া খাতুন বক্তব্য দেন।

পরে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কসহ জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা।