অস্ত্র মামলায় সাতক্ষীরার আদালতে সাহেদ করিম
সাতক্ষীরা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2021 06:31 PM BdST Updated: 27 Jan 2021 06:31 PM BdST
অস্ত্র মামলায় অভিযোগ গঠনের জন্য রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরায় একটি আদালতে হাজির করা হয়েছে।
সাতক্ষীরা জজ আদালতের পিপি আব্দুল লতিফ বলেন, বুধবার সকালে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়।
“এই সময় আসামি পক্ষের আইনজীবী সময় প্রার্থনা করলে আগামীকাল [বৃহস্পতিবার] ফের অভিযোগ গঠনে শুনানির দিন নির্ধারণ করা হয়।”
লতিফ জানান, এরপর তাকে আবার সাতক্ষীরা কারাগারে নেওয়া হয়। এই মামলায় সাহেদ একমাত্র আসামি।
গত বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাখরা কোমরপুর এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এই সময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি, ২৩৩০টি ভারতীয় রুপি, তিনটি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। ওইদিনই সকালে তাকে সাতক্ষীরা আনা হয় এবং পরে সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আব্দুল লতিফ জানান, এই ঘটনায় র্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় রাতে সাহেদ করিম ও জনৈক বাচ্চু মাঝিকে আসামি করে একটি মামলা করেন। প্রথমে এই মামলার তদন্তকারী কর্মকর্তা হন দেবহাটা থানার ওসি উজ্জ্বল কুমার মৈত্র। দুইদিন পর র্যাবের এসআই রেজাউল করিম তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়ে তাকে ১০ দিনের রিমান্ডে নেন।
“গত বছরের ২৪ অগাস্ট বাচ্চু মাঝির হদিস না পেয়ে শুধু সাহেদ করিমকে আসামি করে অস্ত্র আইনে একটি এবং বিদেশি মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।”
-
কক্সবাজারে টাকা ছিনতাইয়ে গ্রেপ্তার তিন পুলিশ রিমান্ডে
-
খাগড়াছড়িতে ‘ধর্ষণ চেষ্টা’: শিক্ষকের বিচার দাবি
-
‘চাঁদাবাজিতে অতিষ্ঠ’ ট্রাক চালক, পাহাড়ে খাদ্যগুদামে সরবরাহ বন্ধ
-
মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, হত্যার অভিযোগ
-
সিরাজগঞ্জ ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত
-
ভবনে রডের বদলে বাঁশ: মামলার বিচার শুরু
-
সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ জুলাই
-
মৌলভীবাজারে ‘জঙ্গি’ আটক, অস্ত্র-গুলি ও জিহাদি বই উদ্ধার
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)