দিনাজপুরে ৯টি ভারতীয় মহিষ আটক

জয়পুরহাটের বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে নয়টি ভারতীয় মহিষ আটক করেছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2021, 04:58 AM
Updated : 23 Jan 2021, 09:22 AM

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফেরদৌস হাসান টিটো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,

শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসার সময় মালিকবিহীন এসব মহিষ আটক করে।

তিনি বলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার ভারত সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঘাসুরিয়া নদীর পাড় থেকে চারটি এবং ভাইগড় নামক এলাকা থেকে একটি ও সীমান্ত এলাকার বিরামপুর উপজেলার চৌঘরিয়া মাঠ থেকে আরও চারটিসহ মোট নয়টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারীরা মহিষগুলো অবৈধ্ পথে ভারত থেকে বাংলদেশে নিয়ে আসছিলেন। এ সময় বিজিবির টহল দল তাদের ধরতে ধাওয়া করলে মহিষগুলো ফেলে তারা পালিয়ে যায়।

রাষ্ট্রীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহণের জন্য মহিষগুলো বিজিবির ত্বত্তাবধানে রাখা হয়েছে।

আটক মহিষগুলোর বাজারমূল্য অনুমানিক সাড়ে ২৩ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা ফেরদৌস।